|
Date: 2023-05-03 22:30:20 |
মাননীয় গৃহায়নও গণপূর্ত প্রতিমন্ত্রী জনাব শরীফ আহমেদ এম,পি মহোদয়ের নির্দেশে বুধবার বেলা ১১ টা থেকে ৩টার পর্যন্ত ভাইটকান্দি ইউনিয়নের মাড়াদেওড়া গ্রামের মাড়া বিল হইতে চানঁপুর ব্রীজ পর্যন্ত খালের জায়গা নতুন করে পুনরায় খাল খনন করা জায়গা বের করলেন, ফুলপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক সাবেক সফল উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ হাবিবুব রহমান ( হাবিব)। এ সময় উপস্থিত ছিলেন, ভূমি অফিসের কর্মকর্তা আব্দুর রহমান, উপজেলা আওয়ামীগ সদস্য শফিকুল ইসলাম , ৩নং ভাইটকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন আহমদ ,৩নং ভাইটকান্দি ইউনিয়নের আওয়ামী লীগের সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ আব্দুল মজিদ, উপজেলা যুবলীগের নেতা মোঃ শাহজাহান কবির, উপজেলা ছাত্রলীগের নেতা আক্তার মাসুদ, উপজেলা যুবলীগের নেতা হেলাল উদ্দিন প্রমুখ।
© Deshchitro 2024