আসলাম উদ্দিন আহম্মেদ, উলিপুর (কুড়িগ্রাম)প্রতিনিধিঃ উলিপুরে চেতনা ক্লাব ও পাঠাগারের ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। কুড়িগ্রামের উলিপুরে চেতনা পাঠাগার ও ক্লাবের ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উপজেলার হাতিয়া ইউনিয়নের নুতন অনন্তপুর উচ্চ বিদ্যালয় মাঠে ৩ মে অনুষ্ঠিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতিষ্ঠানের সভাপতি সফিউর রহমানের সভাপতিত্বে ও সাবেক সভাপতি হাসান ইমাম সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের উদ্বোধন করেন হাতিয়া ইউনিয়নের চেয়ারম্যান শায়খুল ইসলাম নয়া।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগের সদস্য সাজাদুর রহমান তালুকদার সাজু। বিশেষ অতিথি ছিলেন,ধরণীবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এরশাদুল হক, ধামশ্রেণী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, বুড়াবুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান এরশাদ, বিশিষ্ট ব্যবসায়ী হাবিবুর রহমান বাবলু, নুরুল হুদা, পরিবহন ব্যবসায়ী আব্দুল মান্নান আকন্দ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিরাজুদ্দৌলা, শিক্ষক নুরুন্নবি সরকার, নূর এ হাসান সরকার  প্রমূখ। সংক্ষিপ্ত আকারে আলোচনা সভা  হলেও সাংস্কৃতিক অনুষ্ঠানে এলাকার ছোট বড় সব বয়সের মানুষের উপস্থিতি ছিলো চোখে পড়ার মত।শিল্পীদের গানে গানে তরুণ যুবকদের আনন্দে মেতে উঠতে দেখা যায়।সুস্থ সাংস্কৃতিক ধারার মিলন মেলায় পরিণত হয় অনুষ্ঠানস্হল।বিদ্যালয় মাঠ ছাড়াও কুড়িগ্রাম-চিলমারী রোড জনগণের উপস্থিতিতে পরিপূর্ণ হয়ে ওঠে। সংগীত ও নৃত্য পরিবেশন করেন উত্তরাঞ্চলের নীলফামারী, রংপুর, কুড়িগ্রামের উদীয়মান শিল্পীবৃন্দ।সব মিলিয়ে অনুষ্ঠানটি দারুণ উপভোগ্য হয়েছিল। সভাপতি তার বক্তব্যে, ধৈর্য ধরে অনুষ্ঠান উপভোগ করার জন্য আগতদের ধন্যবাদ ও সকলের সহযোগিতা পেলেও প্রতিবছর অনুষ্ঠান করা হবে  জানান।উল্লেখ্য, প্রতিষ্ঠানটি সামাজিক কর্মসূচি ছাড়াও এলাকার যুব সমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে বই পড়াসহ অন্যান্য কর্মসূচির আয়োজন করছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024