আজিজুল ইসলাম সুনামগঞ্জ থেকে। 

দোয়ারাবাজারে এক অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক ব্যবসায়ি কে আটক করেছে থানা পুলিশ। 

আটককৃত মাদক ব্যবসায়িরা হলেন মান্নারগাঁও ইউনিয়নের আজমপুর গ্রামের মৃত ইরফান আলীর পুত্র মোঃ আঙ্গুর মিয়া (৩৮) ও একই ইউনিয়নের ডুলপশি গ্রামের মৃত রাজু মিয়ার পুত্র মোবারক হোসেন ইমন (২২)। তারা দু'জনেই মাদক ব্যবসায়ি। তারা খুচরা ও পাইকারি ভাবে ইয়াবা ট্যাবলেট বিক্রি করে থাকে বলে পুলিশ জানিয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে সোমবার (১ মে) গভীর রাতে দোয়ারাবাজার থানার এসআই মুহাম্মদ আসলাম হোসেনের নেতৃত্বে সংঙ্গীয় ফোর্স নিয়ে এক বিশেষ অভিযানে আজমপুর জামে মসজিদের পশ্চিম পাশে আলীম উদ্দিনের দোকানের সামনে থেকে তাদের ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হয়। এ সময় আটকদের নিকট থেকে ২১ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দু'জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024