|
Date: 2023-05-04 14:41:33 |
খুলনা জেলার অন্তর্গগত ডুমুরিয়া উপজেলার তালতলা গ্রামের আদিত্য মন্ডলের কণ্যা রিতু মন্ডল গত ২/০৫/২০২৩ তারিখে আনুমানিক সকাল ৯:৩০ সময়ে অপহরণ হয়। এ বিষয়ে ডুমুরিয়া থানায় একটা লিখিত এজাহার দায়ের করা হয়।এ বিষয়ে কন্যার পিতা আদিত্য মন্ডলের সাথে দেখা করলে তিনি জানান ১।সালমান শেখ (১৯),২।রসুল শেখ(২৩), ৩।মোস্তফা শেখ(৫৫)নামে তিন জনের বিরুদ্ধে থানায় লিখিত এজাহার জমা দেন। তিনি আমাদের প্রতিনিধি কে বলেন আনুমানিক ৬ মাস যাবৎ তার মেয়ে স্কুলে যাওয়ার পথে বিভিন্ন ভাবে উৎতপ্ত করে আসছেন।এমতাবস্তায় ০২/০৫/২০২৩ তারিখ আনুমানিক সকাল ৯:৩০ সময়ে তার স্কুল কে এম ইউ মাধ্যমিক বিদ্যালয় যাওয়ার পথে তার ইচ্ছার রিরুদ্ধে অপহরণ করে।বিষয় টি আমি স্বাক্ষীর মধ্যমে জানতে পেরে দ্রুত ঘটনা স্থলে পৌছায়ে আমার মেয়ে রিতু মন্ডল কে উদ্ধার এর চেষ্টা করে ব্যার্থ হয়ে আত্মীয় স্বজনের সাথে আলাপ আলোচনা করে থানায় একটা লিখিত এজাহার জমা দিতে একটু বিলম্ব হয়েছে। সে যতো দ্রুত সম্ভব তার মেয়ে কে ফিরে পেতে চায়।
© Deshchitro 2024