|
Date: 2023-05-04 20:38:51 |
যশোরের অভয়নগরের সোনাতলা অস্থায়ী পুলিশ ক্যাম্পের এ এস আই সোহাগ সরদার সংগীয় ফোর্সের সহযোগিতায় ৯ জন জোয়ারীকে নগদ অর্থসহ আটক করা হয়েছে
থানা সূত্রে জানা যায়, অভয়নগর থানাধীন চন্দ্রপুর জনৈক মাহাবুর রহমান(৫৫) পিতা মৃত গফফার মোল্লার বসতবাড়ির রান্নাঘরের ভিতরে টাকার বিনিময়ে কতিপয় লোকজন তাস দিয়ে জুয়া খেলা করিতেছে উক্ত গোপন সংবাদের ভিত্তিতে ৩/৫/২০২৩ তারিখ রাত ১১ ঘটিকার সময় ঘটনাস্থলে পৌঁছলে আসামিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা কালে সংগীয় ফোর্সের সহযোগিতায় আসামিদের গ্রেফতার করা হয়।
আসামীরা টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলার কথা স্বীকার করে।আটককৃত আসামিরা হলেন নড়াইলের কালিয়া থানার শীতল বাটি এলাকার -মাসুম শেখ( ৪০),পিতা মোহাম্মদ আলী,আব্দুল্লাহ মোল্লা(৪০), পিতা শাহজাহান মোল্লা, তারেক আব্দুল্লাহ(৩৪), পিতা মিলাঙ্গীর হোসেন, নুরুজ্জামান খান(৪৩), পিতা নজরুল খান, ইমামুল শেখ(৩৫), পিতা গফফার শেখ, আরো আসামিরা হলেন অভয়নগর থানার চন্দ্রপুর গ্রামের শরিফুল শেখ (৩৫),পিতা হাতেম শেখ,ফেরদৌস মল্লিক সৌরভ (২৪),পিতা আফজাল মল্লিক, রিশাদ শেখ (২২),পিতা আলমাছ শেখ, মোঃ হাসান শেখ (২৫),পিতা লাল মিয়া শেখ,
আসামীদের কাছ থেকে নগদ টাকাসহ জুয়া খেলায় ব্যবহৃত অন্যান্য জিনিসপত্র জব্দ করা হয়।
© Deshchitro 2024