|
Date: 2023-05-04 21:07:50 |
বাংলাদেশ প্রেস ক্লাব, দিনাজপুর জেলা শাখার উদ্যোগে বিশ্বমুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আলোচনা সভা
আসাদুল ইসলাম (আসাদ) বিরামপুর উপজেলা প্রতিনিধি: বাংলাদেশ সহ বিশ্বব্যাপী সাংবাদিকদের সুরক্ষা ও মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে বাংলাদেশ প্রেস ক্লাব দিনাজপুর জেলা শাখার আয়োজনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে ৪মে ২০২৩ বেলা ১১ঃ৩০ ঘটিকায় বাংলাদেশ প্রেস ক্লাব দিনাজপুর জেলা শাখার সভাপতির কার্যালয়ে আলোচনা সভায় সভাপতি তো করেন এই সংগঠনের সভাপতি ও রংপুর বিভাগীয় সহ সভাপতি সাংবাদিক যাদব চন্দ্র রায়। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল মত প্রকাশের স্বাধীনতা সকল প্রকার মানবাধিকারের চালিকাশক্তি। অনুষ্ঠানে আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ ফরহাদ রহমান খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন আলী আক্তার, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মির্জা ওবায়দুর রহমান, দপ্তর সম্পাদক, হারুন রশিদ, জেলা সদস্য আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জিল্লুর রহমান, জেলা পরিষদের সাবেক সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান ফিজার, চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ জালাল উদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হয়। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ প্রেস ক্লাব, কেন্দ্রীয় কমিটির শ্রদ্ধাভাজন প্রতিষ্ঠাতা সভাপতি জাতীয় জননন্দিত সাংবাদিক ফরিদ খানের পরামর্শ ও সার্বিক সহযোগিতায় দিনাজপুর জেলায় দিবসটি উপলক্ষে ৪ মে ২০২৩ আলোচনা সভার আয়োজন করা হয়।
© Deshchitro 2024