শীঘ্রই শুভ উদ্ভোধন!  সকাল বাজার !

ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলায় পুড়াপুটিয়া মালিঝিকান্দা গ্রামে উদ্ভোধন হতে যাচ্ছে সকাল বাজার ! কৃষকের ফসলের সঠিক মূল্য নিশ্চিত করার লক্ষে এটিএসআই মোঃ তফাজ্জল হোসেন তার নিজস্ব জমিতে সকাল বাজার প্রতিষ্ঠিত করে গ্রামের কৃষকদের সাথে মিশে থাকতে চান।  জীবনের ৫৬ দিন কবরে বসবাসকারী এই পুলিশ অফিসার নিজের জমি বাজারের নামে লিখে দেওয়া অঙ্গীকার করেছেন! বিনা অপরাধে ৫৬ দিন কবরে বসবাসকারী পুলিশ অফিসার  এসএসসি পরীক্ষার পুর্বে ডাকাত দলের হাতে যে জায়গা হতে বন্ধী হয়েছিলেন সেই জায়গায় মানুষের কল্যাণে বাজার প্রতিষ্ঠিত করার প্রত্যয় ব্যক্ত করে সকাল বাজার করার প্রস্তুতি গ্রহন করছেন।  সকাল বাজারে পাইকারি দরে মাছ,শাকসবজি কিনা বেচা করা হবে।  এতে স্থানীয় কৃষকগণ যেমন নেজ্যমূল্য পাবেন সেই সাথে এলাকার বেকারত্ব দুর হবে বলে পুলিশ অফিসার বিশ্বাস করেন!  

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024