|
Date: 2023-05-04 22:34:04 |
নরসিংদীর পলাশে দুই কিশোরী মেয়ে ইয়াসমিন ও ইমা আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়ে শীতলক্ষ্যা নদীতে নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার দুপুর বেলা শিবপুর উপজেলার লাখপুর এলাকায় শীতলক্ষ্যা নদীতে এ ঘটনা ঘটে।
নিখোঁজ ইয়াসমিন পলাশ উপজেলার আঃ রহিম মিয়ার মেয়ে ও ইমা আক্তার ইকবাল হোসেনের মেয়ে। নিখোঁজদের সন্ধানে নদীতে উদ্ধার অভিযান চালাচ্ছে পলাশ ফায়ার সার্ভিস টঙ্গীর ডুবরি দল ও এলাকার স্হানীয় জেলে সম্প্রদায়ের লোকজন।
পলাশ ফায়ার সার্ভিস খবর পেয়ে উদ্ধার অভিযানে বেরিয়ে যান।পলাশ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সাদেকুল বারি জানান, শীতলক্ষ্যা নদীতে নিখোঁজ দুই কিশোরীকে উদ্ধারের চেষ্টা চলছে। উদ্ধার অভিযানে টঙ্গী ফায়ার সার্ভিসের একটি ডুবরি দল অংশ নিয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত দুই কিশোরীকে উদ্ধার করা যায়নি। তবে, অভিযান চলমান রয়েছে।
© Deshchitro 2024