শিল্পী রুবি শিকদার গাজীপুর সদর উপজেলার ভবানীপুর গ্রামের ভাওয়ালগর ইউনিয়ন ৪নং ওয়ার্ডের মৃত আব্দুল গফুরের মেয়ে। তিনি ছোট থেকেই বাংলার ঐতিহ্যবাহী বাউল শিল্পের সাংস্কৃতিক কর্মী হিসেবে বহুল জনপ্রিয়তা অর্জন করেছেন।

সম্প্রতি সময়ে  দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে বাউল গান গেয়ে  ভাইরাল হয়েছেন শিল্পি রুবি সিকদার। 

রুবি সিকদার এর সাথে কথা বলে জানা যায়, তিনি ছোট বেলা থেকেই বাবার কাছে বাউল গান শিখেন। তবে তার বাবা বড় কোন বাউল সাধক না হওয়ায়, পরে বিভিন্ন বাউল সাধুগুরুগণের দর্শন লাভ করেন,

পরবর্তীতে নিজের স্বামীর হাত ধরে বাউল গানের সাথে পরিপূর্ণ ভাবে সম্পৃক্ত হয়ে যান। বর্তমান সময়ে রুবি সিকদারের নিজের লেখা গান গেয়ে খুবই প্রশংসিত। 

শিল্পি রুবি শিকদার ফোক গান, বাউল গান·কন্সার্ট এর বিভিন্ন স্টেজ প্রোগ্রামের ভিডিও জয় করে নিয়েছে দর্শকদের মন, ইউটিউব এ এখন প্রায়শেই দেখা মিলে, এবং তার নিজের একটা ছোট চ্যানেল খুলেছে https://www.youtube.com/@srofficialhd  নামে। 

ইউটিউব ফেসবুকে চ্যানেল খুলে এখন তিনি আরো জনপ্রিয়তা অর্জন করেন। তিনি সাংবাদিকদের বলেন মানুষের দোয়া এবং ভালোবাসা নিয়ে সামনে এগিয়ে যেতে চান। এবং দর্শকদের সাপোর্ট পেলে সামনে আরো ভালো এবং গুনগতমানের সংগীত নিজের কন্ঠে গেয়ে দর্শকদের উপহার দিবেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024