|
Date: 2023-05-05 10:18:55 |
কক্সবাজার জেলার অন্তর্গত খুনিয়া পালং ইউনিয়নের পূর্ব ধেচুয়া পালং, ৪ নং ওয়ার্ড এর উলামা ঐক্য পরিষদ সংগঠনে পরামর্শ সভার আয়োজন করা হয়।জুমাবার (৫ মার্চ ) সকাল ৬টার সময় সংগঠনের স্থায়ী কার্যালয়ে পরামর্শ সভাটি করা হয়। উক্ত সংগঠনের পরামর্শ সভায় উপস্থিত ছিলেন মাওলানা আজগর আলী, মাওলানা আলী আহমদ, মাওলানা নুরুল হক, লেখক মোহাম্মদ জাহেদুল ইসলাম আল রাইয়ান,হাফেজ নজরুল, মোঃ হামিদুল হক, হাফেজ আব্দুল শুক্কুর, মোঃ সাইফুল ইসলাম, মাওলানা দিল মোহাম্মদ ও আরো সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।সভাই আলোচনা রাখেন,মাওলানা আজগর আলী, লেখক মোহাম্মদ জাহিদুল ইসলাম আর রাইয়ান, হাফেজ নজরুল ইসলাম,মৌলানা নুরুল হক। আলোচকরা বলেন এই সংগঠনটি একটি অরাজনৈতিক সংগঠন। এটা শুধু এলাকায় ইসলামের দাওয়াত প্রচারের জন্য গঠন করা হয়েছে। এই সংগঠনের মূল উদ্দেশ্য হচ্ছে বাতিলদের মোকাবেলা করা। ইসলামের নামধারী ফেতনা সৃষ্টিকারীদের মুখোশ উন্মোচন করা।এবং মোনাজাতের মাধ্যমে সভাটি সমাপ্ত হয়।মোনাজাত পরিচালনা করেন মাওলানা দিল মোহাম্মদ।
© Deshchitro 2024