কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: 

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবিতে) শাখা আয়োজিত ‘আখতারুজ্জামান আজাদের সাথে আড্ডা’ শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (৩রা আগষ্ট) বিকেল ৫টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহিদমিনারে এই অনুষ্ঠান আয়োজিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কবি আখতারুজ্জাম আজাদ। এছাড়া এতে উপস্থিত ছিলেন আইন বিভাগের সহকারী অধ্যাপক মু. আবু বকর সিদ্দিক (সোহেল) , বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি তানভীর আহমেদ রাসেল, বর্তমান সভাপতি ইকবাল হাসান, সহ-সভাপতি সবুজ আহমেদ, সাধারণ সম্পাদক আবু জাফর, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সহ-সাংগঠনিক সম্পাদক সানজিদা ইয়াসমিন লিজা, সাহিত্য ও প্রচার বিষয়ক সম্পাদক মুসলিমা তন্বী ও উপ-দফতর সম্পাদক মুহাম্মদ হাসান।


আখতারুজ্জাম আজাদ, তাঁর বক্তব্যে নিজের লেখক হয়ে ঘটনা বর্ণনার পাশাপাশি নিজের লেখা কবিতা, সমসাময়িক কবি লেখকদের সাহিত্যকর্ম সম্পর্কে নিজের ভাবনা, ব্যক্তিগত অভিজ্ঞতা এবং বিশ্লেষণ তুলে ধরেন। এ ছাড়াও, তরুণ লেখকদের কলাম লেখার নানা কলাকৌশল সম্পর্কে তিনি বিস্তারিত আলোচনা করেন।


ছবি:  রাজনৈতিক কলাকৌশল সম্পর্কে আলোচনাকালে 


উল্লেখ্য, ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৮ সালের ২৩ জুলাই যাত্রা শুরু করে সংগঠনটি। তরুণ লেখকদের পরামর্শ প্রদান, পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতা করাসহ লেখালেখি বিষয়ক সভা, সেমিনার ও কর্মশালার আয়োজন করে থাকে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024