|
Date: 2023-05-05 18:05:00 |
শ্যামনগরে এক দরিদ্র শিক্ষার্থীর বই কিনে দিলেন ইউএনও আক্তার হোসেন
রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় এক দরিদ্র শিক্ষার্থীর একাদশ শ্রেণির বই কিনে দিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন।
দরিদ্র শিক্ষার্থীটি বুড়িগোয়ালিনী ফরেষ্ট মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাশ করে শ্যামনগর উপজেলা সদরে একেফজলুল হক এমসিএ কলেজে ভর্তি হলেও আর্থিক দুরবস্থার জন্য বই কিনতে না পারায় পড়া লেখা করার সমস্যার সৃষ্টি হয়। এমন অবস্থায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন বিষয়টি জানতে পেরে একাদশ শ্রেণির এক সেট বই ক্রয় করে শিক্ষার্থীর হাতে তুলে দিলেন গত বুধবার(৩ মে) বিকালে নিজস্ব কার্যালয়ে। শিক্ষার্থীর বাড়ী হল উপজেলার গাবুরা ইউপির হরিশখালী গ্রামে। দুই ভাই ও এক বোনের মধ্যে সে সকলের বড়। অন্যান্য ভাই বোন ছোট। পিতা এক জন দিনমজুর। জানা যায় দরিদ্র শিক্ষার্থীটি এক দোকানে কাজ করে টাকা আয় করে এসএসসি পাশ করেছে।
শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার সামাজিক যোগাযোগ মাধ্যমের উপজেলা নির্বাহী অফিসারের আইডিতে লিখেছেন শ্যামনগর উপজেলায় অনেক দরিদ্র মেধাবী শিক্ষার্থী নানা প্রতিকুল অবস্থার মধ্য দিয়ে পড়া লেখা করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। গাবুরা ইউনিয়নের এই শিক্ষার্থী একাদশ শ্রেণিতে ভর্তি হয়ে এখনও বই কিনতে পারেনি। পড়া শুনাকে এগিয়ে নিতে তাকে এক সেট বই উপহার দেওয়া হল ।
ছবি- শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন একাদশ শ্রেণির এক দরিদ্র শিক্ষার্থীর বই উপহার প্রদান করছেন।
© Deshchitro 2024