|
Date: 2022-08-31 04:51:00 |
◾ বিনোদন ডেস্ক
নতুন ওয়েব সিনেমা নিয়ে আসছেন জনপ্রিয় নির্মাতা শিহাব শাহীন। ভালোবাসার গল্প নিয়ে নির্মাণ করতে যাচ্ছেন ‘মায়া শালিক’। এই গল্পের নায়ক হিসেবে দেখা যাবে জিয়াউল ফারুক অপূর্বকে। তার সঙ্গে জুটি বাঁধছেন তরুণ অভিনেত্রী সাদিয়া আয়মান।
‘মায়া শালিক’ প্রসঙ্গে শিহাব শাহীন বলেন, ‘অন্যরকম এক প্রেমের গল্প নিয়ে সিনেমাটি নির্মাণ করব। রোমান্স এবং ফ্যান্টাসি থাকবে। আমি বলতে পারি এই আমেজের সিনেমা এর আগে বাংলাদেশে হয়নি।’
গল্পের নায়িকা প্রসঙ্গে তিনি বলেন, ‘সাদিয়া আয়মানকেই নায়িকার চরিত্রটার জন্য আমার পারফেক্ট মনে হয়েছে। এই চরিত্রটার জন্য আমি যেরকমটা চাচ্ছিলাম সে ঠিক তেমনই। আশা করব সেও তার চরিত্রের যথার্থ মূল্যায়ন করবে। অপূর্বর সঙ্গে মানিয়ে নেবে।’
অপূর্ব বলেন, ‘আশা করছি একটা সুন্দর কাজ সবাইকে উপহার দিতে পারব। প্রিয় পরিচালক শাহীন ভাই, নতুন অভিনেত্রী; সবকিছু মিলিয়ে একটা ভালো কাজের প্রত্যাশা করছি।”
নায়িকা সাদিয়া আয়মান বলেন, ‘আমি খুবই এক্সাইটেড। একসঙ্গে দুজন গুণী মানুষের সঙ্গে কাজ করতে যাচ্ছি। শোবিজে আমার প্রথম কাজটাই ছিল অপূর্ব ভাইয়ার সঙ্গে। আর এত অল্প সময়েই উনার সঙ্গে জুটি হওয়ার সুযোগ পাব কখনও ভাবিনি।
আর শিহাব ভাইয়া একজন গুণী নির্মাতা, উনার সঙ্গে কাজ করতে পারাটাও অন্যরকম ভালোলাগার।’
© Deshchitro 2024