ফরিদপুরের ভাংগা উপজেলার ঘারুয়া চানঁপুর্টি জান্নাতুল বাকী কওমী মাদরাসা ও এতিমখানা মাঠে এবছর প্রথম ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়েছে।


ঘারুয়া ও চানঁপুর্টি গ্রামের ছোট বড় বয়বৃদ্ধ শত শত মানুষ ঈদের জামাতে অংশ গ্রহণ করেন। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ দোয়া ও মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন অত্র মাদ্রাসা ও এতিমখানার পরিচালক শেখ মুহাম্মদ কামরুজজামান ফরিদী। পরে মাদ্রাসার সভাপতি উপস্থিত জনগণের সামনে ইসলামিক ও উপদেশ মুলক বক্তব্যে রাখেন চানঁপুর্টি গ্রামের মুরব্বি এডভোকেট মুহাম্মদ একরাম আলি শিকদার।


এছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত হয়ে কিছু পরামর্শ মুলক বক্তব্য দিয়ে বলেন, , অত্র এলাকার মোঃ ইউসুফ আলি শিকদার, মুহাম্মদ হাবিবুর রহমান খলিফা ও সেখ সেলিম সহ এলাকার গন‍্যমান‍্য মুরব্বী গন। নামাজের পর আখেরী দোয়া ও মুনাজাতের মাধ্যমে মাদ্রাসার সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন এবং মাদ্রাসা উন্নতি করনে সব সময়ে পাশে থাকার অঙ্গীকার করেন শেষ করেন। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ মাদ্রাসার খোঁজ খবর নেন এবং মাদ্রাসা যত ধরনের সমস্যা আছে তার সব ধরনের সহযোগিতা করবেন এবং মাদ্রাসা ও মসজিদ উন্নতি জন্য যাহা যাহা করার দরকার সব করে দেওয়ার ও আশ্বাস দেন সবাই।  



প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024