|
Date: 2023-05-06 17:18:05 |
সম্মেলনের ৬ মাসপর ৫মে রাতে বরগুনা জেলার আমতলী উপজেলা আওয়ামীলীগের পূর্নাঙ্গ কমিটি ঘোষনা করেছে বরগুনা জেলা আওয়ামীলীগ।
ঘোষিত কমিটিতে আমতলী পৌরসভার মেয়র মো. মতিয়ার রহমানকে সভাপতি ও উপজেলা যুবলীগের সভাপতি জিএম ওসমানী হাসানকে সাধারন সম্পাদক করে উপজেলা আওয়ামীলীগের পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করেন।
বরগুনা জেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাড. ধীরন্দ্রে দেবনাথ শম্ভু এমপি, সাধারন সম্পাদক ও বরগুনা জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর কবির ঘোষিত কমিটির পত্রে দেখা যায় গত ৩০ মার্চ ২০২৩ ইং তারিখ সকাল ১১ঃ০০টায় গণ ভবনে অনুষ্ঠিত বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি, গণতন্ত্রের মানসকণ্যা, জননেত্রী শেখ হাসিনার সঙ্গে বরগুনা জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে এক সাংগঠনিক নির্দেশনা মূলক সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় আমতলী উপজেলা শাখার কমিটি গঠন বিষয়ে বাংলাদেশ আওয়ামীলীগ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি জননেত্রী শেখ হাসিনা আমতলী উপজেলা শাখায় মোঃ মতিয়ার রহমানকে সভাপতি ও জি এম ওসমানী হাসানকে সাধারণ সম্পাদক করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ প্রদান করেন। সেই মোতাবেক গঠিত আমতলী উপজেলা আওয়ামী লীগের অনুমোদিত পূর্ণাঙ্গ কমিটি প্রেরণ করা হলো।
এ পত্রে তারা আরো উল্লেখ করেন আশা করি এবং দৃঢ় বিশ্বাস এ কমিটির সকল কর্মকর্তা ও সদস্য নিষ্ঠার সঙ্গে স্বঃ স্বঃ দায়িত্ব পালনের মাধ্যমে আরও সু-দৃঢ় ও সুসংগঠিত শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তোলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পুরণে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দারিদ্র ক্ষুধামুক্ত উন্নত সমৃদ্ধশালী আধুনিক বাংলাদেশ গড়তে সক্ষম হবে।
রাত ৯ টার পরে এ সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেলে আমতলী উপজেলা, ইউনিয়ন আওয়ামীলীগ নেতাকর্মীরা উল্লাসে ফেটে পড়েন। হাজার হাজার নেতাকর্মী রাতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরগুনা জেলা আওয়ামীলীগ সভাপতি সম্পাদকও নব-নির্বাচিত সভাপতি মো. মতিয়ার রহমানকে অভিনন্দন জানিয়ে আমতলী উপজেলা সদরে আনন্দ মিছিল করেন। নবনির্বাচিত সভপাতি ও সম্পাদককে অভিনন্দন জানিয়েছেন, আমতলী উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
© Deshchitro 2024