বরগুনার তালতলী উপজেলা আওয়ামীলীগের আয়োজনে শোক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বুধবার(৩১আগস্ট) বেলা ১১ টার দিকে সদর রোডে এ শোক সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. রেজবি উল কবির জোমাদ্দারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মু. তৌফিকউজ্জামান তনু’র সঞ্চালনায় শোক সভা শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এমপি ও বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির। এ সময় শোক সভায় আরও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রইসুল আলম রিপন, বরগুনা সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ছিদ্দিকুর রহমান,জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবু কালাম আজাদসহ জেলা ও উপজেলা আওয়ামীলীগের নেতেৃবৃন্দ।

সভায় বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবনী ও তার স্বপরিবারে হত্যাকান্ড নিয়ে আলোচনার হয়। পাশাপাশি ১৫ আগস্ট হত্যাকান্ডে শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকলের রুহের মাগফিরাত কামনার উদ্দেশ্যে দোয়া-মুনাজাতের আয়োজন করা হয় এবং গণভোজের ব্যবস্থা করা হয়।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024