দিনাজপুরে একই সংগে চার সন্তানের জন্মদিলেন এক গর্ভবতী মা।দিনজপুর বিরল উপজেলার ভান্ডারা গ্রামের, শরিফুল কৃষকের স্ত্রী মৌসুমী বুধবার দুপুর ১২ টায় দিনাজপুর এম.আব্দুর রহিম মেডিকেল হাসপাতালে এক সংগে পরপর ৩টি ছেলে ও ১টি মেয়েসহ মোট ৪টি সন্তানের জন্ম দেন।

 দিনাজপুর এম আবদুর রহিম মেডিক্যাল হাসপাতালের চিকিৎসক ডাক্তার ইসরাত জাহান জানান, একের পর এক ৩টি ছেলে ও ১ টি মেয়ে  জন্ম দেওয়া সেই গর্ভধারিণী প্রসুতি মা ও সন্তানসহ সবাই বর্তমানে সুস্থ আছে।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024