৬ মে শনিবার বগুড়ার গাবতলী প্রেসক্লাবে এক সাধারণ সভা সভাপতি রায়হান রানার সভাপত্বিতে প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় বার্ষিক আয়-ব্যয়ের হিসাব বিবরণী অনুমোদন ও আগামী দুই বছরের জন্য কার্য নির্বাহী কমিটি সর্ব-সম্মতিক্রমে গঠন করা হয়।


এতে সভাপতি পদে নির্বাচিত হন এনামুল হক (করতোয়া), সহ-সভাপতি আবু মুসা (ভোরের কাগজ), সাধারণ সম্পাদক সাব্বির হাসান (চাঁদনী বাজার), যুগ্ম সম্পাদক আতাউর রহমান (সাতমাথা), সাংগঠনিক সম্পাদক আমিনুল আকন্দ (প্রভাতের আলো), কোষাধ্যক্ষ ওয়ায়েজ রেজা, প্রচার ও প্রকাশনা সম্পাদক আরিফুর রহমার বয়েল (মুক্ত বার্তা), দপ্তর সম্পাদক আতোয়ার রহমান বিপ্লব (সময়ের কাগজ), নির্বাহী সদস্য রায়হান রানা (ভোরের দর্পনও দৈ: বগুড়া), আল আমিন মন্ডল (উত্তর কোন), নজরুল ইসলাম (জয়যুগান্তর), ছামিউল ইসলাম শামীম (আনন্দ টিভি) ও তোহাব রহমান (চ্যালেন এস)। এতে বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা সদস্য জাহাঙ্গীর আলম লাকী, রেজাউল করিম, ইসলাম রফিক, মনিরুল ইসলাম মিলন, সদস্য আমিমুল এহসান শামীম, নাছের মাহমুদ মানিক প্রমুখ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024