|
Date: 2023-05-06 22:42:10 |
বরিশাল বিশ্ববিদ্যালয়ে(ববি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের(ঢাবি) ‘খ’ ইউনিটের মানবিক শাখার ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। উপস্থিতির হার ছিলো ৯৪.৫৩ শতাংশ।
শনিবার (৬ মে) সকাল ১১টা থেকে ১২ টা ৩০ মিনিট পর্যন্ত একযোগে আটটি কেন্দ্রে ভর্তি পরীক্ষা শুরু হয়। পরীক্ষা শুরুর আগে বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন। এসময় তিনি শিক্ষার্থীদের খোঁজ খবর নেন।
রাজধানীর বাইরে বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২৮৭৪ জন। মোট উপস্থিত ছিলো ২৭১৭ জন এবং উপস্থিতির হার ছিলো ৯৪.৫৩ শতাংশ। অনুপস্থিত ছিলো ১৫৭ জন। বিশ্ববিদ্যালয়টির প্রক্টর ড. মো. খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করেন।
পরীক্ষা শেষে ভর্তিচ্ছু এক পরীক্ষার্থী বলেন, আমরা বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে পেরেছি। কোনো রকম সমস্যা হয়নি। বিড়ম্বনা দূর করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমন উদ্যোগকে আমাদের মুগ্ধ করেছে।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. খোরশেদ আলম জানান, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সকল নিরাপত্তা নিশ্চিত করে সম্পন্ন করতে পেরেছে।কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এবার ‘খ’ ইউনিটে (মানবিক শাখা) মোট আবেদন করেছেন সারাদেশের মোট ১ লাখ ২২ হাজার ৮৮৫ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। আসন রয়েছে ২ হাজার ৯৩৪ টি। সেই হিসাবে এবার প্রতি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নিছে প্রায় ৪২ জন শিক্ষার্থী।
© Deshchitro 2024