|
Date: 2023-05-06 23:36:05 |
বগুড়ার নন্দীগ্রাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত এডিপি রাজস্ব তহবিল হতে ২টি মসজিদে অনুদান প্রদান করেছেন। শুক্রবার (৫ মে) বিকেলে ৫নং ভাটগ্রাম ইউনিয়নের নন্দনবাড়ি পূর্বপাড়া জামে মসজিদ উন্নয়নের জন্য ৩০ হাজার টাকা, বর্ষণ দক্ষিণপাড়া জামে মসজিদ উন্নয়নের জন্য ২৭ হাজার টাকা অনুদান প্রদান করেন। সেসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সহ-সভাপতি এমআর জামান রাসেল, নন্দনবাড়ি পূর্বপাড়া জামে মসজিদের সভাপতি নাজমুস সায়াদাত হোসেন, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, বর্ষণ দক্ষিণপাড়া জামে মসজিদের সভাপতি নাজমুল হোসেন বাবলু, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, ওয়ার্ড যুবলীগ নেতা আব্দুল হান্নান, মাহাবুর রহমান, আব্দুল মোমিন ও আলহাজ সহ মসজিদ কমিটির প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
© Deshchitro 2024