কুড়িগ্রামের উলিপুর উপজেলায় জাল টাকা সহ দুই ব্যাক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।


৬ মে শনিবার ভোরে উলিপুর পৌরসভার  নুরপুর রামদাস ধনিরাম গ্রামে অভিযান চালিয়ে ওই দুই ব্যাক্তিকে গ্রেফতার করে পুলিশ। 

গ্রেফতারকৃতরা হলেন, ওই এলাকার  মোঃ জাহিদুল ইসলাম (৪২) ও মোঃ ইদ্রিস আলী (৩০)। টাকা আদান প্রদানের সময় উলিপুর থানার একটি বিশেষ দল তাদের আটক ও তাদের  কাছ থেকে ৫৩ টি জাল ১ হাজার টাকার নোট উদ্ধার করে বলে পুলিশ  জানায়। গ্রেফতার ব্যাক্তিরা জাল টাকা লেনদেন চক্রের সদস্য বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
 ওসি শেখ আশরাফুজ্জামান বলেন, গ্রেফতারকৃত ব্যাক্তিদের বিরুদ্ধে মামলা রুজু করে শনিবার বিকালে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। ঈদুল আযহাকে সামনে রেখে জাল টাকার ব্যবসায়ীরা সক্রিয় হয়েছে কিনা সে বিষয় সহ আনুষঙ্গিক বিষয় মাথায় রেখে মামলটি তদন্ত করছে পুলিশ। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024