কুড়িগ্রামের ফুলবাড়ীতে কৃষক ভাইদের শতভাগ আস্থা অর্জনকারী ভুট্টা ভুট্টারাজ পি-৯৫ এর আয়োজনে ভুট্টা চাষীদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। 


রোববার (৭ মে ২০২৩) দুপুরে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের ধরলা নদীর তীরবর্তী প্রত্যান্ত চরাঞ্চল চর গোরকমন্ডল এলাকায় দেড় শতাধিক ভুট্টাচাষীকে নিয়ে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। 


অনুষ্ঠানে ভুট্টারাজ পি-৯৫ জাত সরবরাহকারী প্রতিষ্ঠান পিওর এগ্রো সায়েন্স -ঢাকা এর সত্তাধিকারী প্রভাষক মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলার বীজ প্রত্যয়ন অফিসার কৃষিবিদ শামসুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফুলবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফা ইয়াসমিন।


এসময় স্থানীয় কৃষক বদিউজ্জামান বলেন, আমি দীর্ঘ পনের বছর ধরে নিয়মিত ভুট্টা চাষ করি। ভুট্টারাজ পি-৯৫ জাত এবছর প্রথম চাষ করেছি। ফসল ঘরে তোলার পর দেখলাম অন্যান্য বছরের তুলনায় এবছর উৎপাদন বৃদ্ধি পেয়েছে। প্রতি বিঘায় ৫-৬ মণ বেশি উৎপাদন হয়েছে। 


এছাড়াও সার-বীজ-কীটনাশক বিক্রেতা রফিকুল ইসলাম, স্থানীয় কৃষক কোরবান আলী, আছর উদ্দিন, আসাদুল, জোতইন্দ্র নারায়ন গ্রামের কৃষক কোরবান আলী সহ আরো অনেকে তাদের অভিব্যক্তি প্রকাশ করেন। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024