দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কলাউড়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা এসএসসি/দাখিল পরীক্ষা কেন্দ্রে ইংরেজী দ্বিতীয় পরীক্ষা দিতে আসা এক ভুয়া পরীক্ষার্থীকে আটক করা হয়েছে।

রবিবার সকালে দোয়ারাবাজার উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমদ মোবাইল কোর্ট পরিচালনা করে তাকে আটক করেন।

আটকের পর তাকে মোবাইল কোর্টের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পরীক্ষার্থীর নাম মো.রুহুল আমিন। উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ইসলামপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থী। তার বাড়ি ওই ইউনিয়নের পেকপাড়া গ্রামে।

এদিকে আটক পরিক্ষার্থীর বাবা অভিযোগ করে জানান,মাদ্রাসা কর্তৃপক্ষের অবহেলার কারনে আজ পরিক্ষা থেকে বঞ্চিত হয়েছে রহুল আমিন।

তিনি আরও জানান,রুহুল আমিন ফরম পূরণের জন্য মাদ্রাসা কর্তৃপক্ষ তার কাছ থেকে টাকা আদায় করে। এরপর পরীক্ষার জন্য দিনরাত পড়াশোনা করে প্রস্তুতি নেন রুহুল আমিন।

চলমান দাখিল পরীক্ষায় কলাউড়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে তিনটি পরীক্ষায় অংশ নেন রুহুল আমিন। গত কাল মাদ্রাসার সুপার এটি এম শামছুদ্দিন তার বাড়ীতে গিয়ে বলে অন্য কোন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেনা।

এনিয়ে স্থানীয় সর্বমহলে চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানতে চায় এটা কেমন সিদ্ধান্ত? অন্যজনের নামে প্রবেশ পত্র আসলে তিনটি পরীক্ষায় কিভাবে অংশগ্রহণ করলেন?কেন্দ্র কতৃপক্ষ কিভাবে অন্যজনের নামে প্রবেশ পত্র দিয়ে রুহুল আমিনের পরীক্ষা নিলেন?

বিষয়টি জানাজানি হলে পুরো এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। তার পরিবারের সদস্যরাসহ স্থানীয়রা হতাশ মাদরাসার কর্তৃপক্ষের এমন দায়িত্বহীন কর্মকাণ্ডে।

পরীক্ষা কেন্দ্রের সচিব কলাউড়া মাদ্রাসার সুপার কলিম উল্লাহ বলেন, রুহুল আমিন ইসলামপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থী। তার রেজিস্ট্রেশন কার্ডে যাবতীয় তথ্যে গড়মিল থাকায় সে পরিক্ষা দিতে পারবেনা। রেজিস্ট্রেশন কার্ডে দেওয়া তথ্য সঠিক না থাকার পরও কিভাবে তিনটি পরিক্ষার সুযোগ পেয়েছে প্রশ্নের জবাবে তিনি জানান এটা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লোকচুরি,ওই প্রতিষ্ঠান হতে অবগত না করায় বিষয়টি আমাদের জানা ছিলোনা।

দোয়ারাবাজার উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমদ বলেন, কলাউড়া মাদ্রাসা এসএসসি/দাখিল পরীক্ষা কেন্দ্র থেকে একজন ভুয়া পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করে ওই শিক্ষার্থীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024