|
Date: 2022-08-31 13:53:37 |
◾ স্পোর্টস ডেস্ক
গত রোববার এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ চলাকালীনই শাস্তির মুখে পড়েছিল দুই দলই। এবার ম্যাচ শেষে জরিমানার মুখে পড়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী।
মন্থর ওভার রেটের কারণে আইসিসির বেঁধে দেওয়া সময়ের ভেতরে বোলিং শেষ করতে না পারায় ইনিংসের শেষ দিকে ৩০ গজ বৃত্তের বাইরে একজন ফিল্ডার কম রাখতে হয়েছে তাদের। এবার দুই দলকেই জরিমানা করেছে আইসিসি।
গত জানুয়ারি থেকে নতুন এই নিয়ম চালু করেছে আইসিসি। প্রতিটি ইনিংসেই শেষ ওভারের প্রথম বলটি করার জন্য একটি ‘কাট অফ’ সময় বেধে দেওয়া হচ্ছে। নির্ধারিত সময়ে শেষ ওভার শুরু করতে না পারলে তখন যত ওভার বাকি থাকে, পুরোটাই বোলিং করতে হয় বৃত্তের বাইরে ৪ জন ফিল্ডার নিয়ে।
ম্যাচ ভারত ৫ উইকেটে জিতলেও এবার ম্যাচ ফির ৪০ শতাংশ কাটা হচ্ছে দুই দলের ক্রিকেটারদের। আইসিসির নিয়ম অনুযায়ী, মন্থর ওভার রেটের ক্ষেত্রে প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করার বিধান রয়েছে।
© Deshchitro 2024