ইউক্রেনে অব্যাহত রয়েছে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা। ইউক্রেনের পাল্টা হামলার অনুমানের মধ্যেই এ হামলা চালাচ্ছে রাশিয়া। এসব হামলার প্রধান লক্ষ্য হচ্ছে দক্ষিণাঞ্চলের মাইকোলাইভ।


মাইকোলাইভ গভর্নর ভিটালি কিম জানিয়েছেন, রাশিয়ার দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র হামলায় একটি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে তার এলাকায় হামলা হচ্ছে বলেও জানানো হয়।


ইউক্রেনের বিমানবাহিনীর মুখপাত্র ইউরি ইহানাত স্থানীয় টেলিভিশনকে বলেছেন, ইউক্রেনে যেসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে তার মধ্যে বেশ কিছু লক্ষ্যবস্তু মিস করেছে।


এর আগে রুশ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি করে ইউক্রেন। যুক্তরাষ্ট্রের থেকে পাওয়া প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে কিয়েভের আকাশ থেকে এই ক্ষেপণাস্ত্র ভূ-পাতিত করা হয়েছে। এই প্রথম রাশিয়ার কোনো অত্যাধুনিক অস্ত্র আকাশেই ধ্বংস করতে সক্ষম হয় দেশটি।


আকাশ থেকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রটির পরিসর দুই হাজার কিলোমিটার। তাছাড়া শব্দের চেয়ে ১০ গুণ বেশি গতিতে উড়তে পারে। ফলে এটি ভূ-পাতিত করা খুবই কঠিন।


শনিবার এক টেলিগ্রাম পোস্টে ইউক্রেনীয় বিমান বাহিনীর কমান্ডার মাইকোলা ওলেশচুক বলেছেন, ঐতিহাসিক ঘটনার জন্য আমি ইউক্রেনের জনগণকে অভিনন্দন জানাই। কারণ আমরা কিনজল ক্ষেপণাস্ত্র ভূ-পাতিত করেছি।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2023