নাটোরের বড়াইগ্রামে প্রেমিকের প্রতি অভিমানে শিরিনা খাতুন (১৮) নামে এক কলেজছাত্রী ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। রোববার তার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এর আগে শনিবার সন্ধ্যায় উপজেলার তালশো গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিরিনা খাতুন তালশো গ্রামের শাহাদৎ হোসেনের মেয়ে। তিনি বড়াইগ্রাম সরকারি অনার্স কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, প্রতিবেশী এক যুবকের সঙ্গে কলেজছাত্রী শিরিনা খাতুনের প্রেমের সম্পর্ক ছিল। শনিবার সন্ধ্যায় শিরিনা নিজ শোবার ঘরে বসে ওই যুবকের সঙ্গে মোবাইলে কথা বলছিলেন। এ সময় তাদের দুইজনের মধ্যে তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে শিরিনা ঘরের তীরের সঙ্গে ওড়না বেঁধে গলায় ফাঁস নেন। কিছু সময় পরে স্বজনরা ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে জানালার ফাঁক দিয়ে তাকিয়ে তার ঝুলন্ত লাশ দেখতে পান।

বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক জানান, প্রেমঘটিত বিষয়ের জের ধরে এ আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024