|
Date: 2023-05-07 22:32:29 |
কুড়িগ্রামে সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পুলিশ সুপার আল-আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেদুল হাসান এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মোঃ নূর বখ্ত, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি উদয় শংকর চক্রবর্তী, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রবি বোস, হিন্দু- বৌদ্ধ- খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি এস,এম ছানালাল বকসি, সাধারণ সম্পাদক অলক সরকার, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আখতার হোসেন চিনু, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক সাংবাদিক শ্যামল ভৌমিক, টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ইউসুফ আলমগীর, খ্রিস্টান সম্প্রদায়ের নেত্রী সিসিলিয়া ঢাকি সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও ধর্মীয় নেতারা।
বক্তারা সামাজিক সম্প্র্রীতি রক্ষায় প্রশাসনের পাশাপাশি বিভিন্ন ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক সহ রাজনৈতিক নেতৃবৃন্দের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।
© Deshchitro 2024