|
Date: 2023-05-07 23:01:01 |
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা বাংলাবাজার ইউনিয়নের কুশিউড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আসমত আলী (৭৮) মারা গেছেন। শনিবার সকালে নিজ বাড়িতে তিনি মারা যান। রবিবার সকাল ১১ ঘটিকায় রাষ্ট্রিয় মর্যাদায় তাকে দাফন করা হয়।
দোয়ারাবাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ উপস্থিতিতে দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর’র নেতৃত্বে পুলিশ সদস্যরা গার্ডঅব অনার প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার আলহাজ্ব নুরুল মোমেন,বাংলাবাজার ইউনিয়নের চেয়ারম্যান শেখ আবুল হোসাইন,,দোয়ারাবাজার উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার সফর আলীসহ দোয়ারাবাজার উপজেলার বীর মুক্তিযোদ্ধাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
© Deshchitro 2024