|
Date: 2023-05-08 00:30:19 |
মানিকগঞ্জ সদর উপজেলা আওয়ামী যুবলীগ এর আহ্বায়ক পদ পার্থী হিসেবে রাজনৈতিক জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন পারভেজ বিশ্বাস।
এর আগে পারভেজ বিশ্বাস খান বাহাদুর আওলাদ হোসেন খান ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগ এর নেতৃত্ব দিয়েছেন।
রবিবার বিকেলে মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে, জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজার উপস্থিতিতে প্রত্যাশিত পদের জন্য রাজনৈতিক জীবন বৃত্তান্ত জমা দেন তিনি।
জীবন বৃত্তান্ত জমা দেবার পর যুবলীগ নেতা পারভেজ বিশ্বাস বলেন, 'ছাত্রলীগের রাজনীতির মাধ্যমে আমার রাজনৈতিক জীবন এর সূচনা ঘটে। ২০০৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত মানিকগঞ্জ ছাত্রলীগ, খান বাহাদুর আওলাদ হোসেন খান ডিগ্রি কলেজ শাখা'র সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করি। ২০০৮ থেকে বর্তমান পর্যন্ত যুবলীগের সকল কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত আছি। মানিকগঞ্জ সদর উপজেলা যুবলীগ এর সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষে আহ্বায়ক পদ প্রত্যাশি হিসেবে জীবন বৃত্তান্ত জমা দিয়েছি।
এছাড়াও আরো জানান, রাজনৈতিক জীবনের পাশাপাশি ব্যাক্তিগত জীবনে এলাকার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ততা রয়েছে।
বর্তমানে, বাড়াই ভিকরা উদীয়মান সমাজ কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক ও বিশ্বাসপাড়া জামে মসজিদ ও সামাজিক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছি।
এবং ২০০৬ এর পরবর্তী সময় থেকে বর্তমান পর্যন্ত জাতীয় নির্বাচন সহ সকল পর্যায়ের নির্বাচনে নৌকা'র প্রার্থী'র পক্ষে প্রত্যক্ষ ভাবে কাজ করে আসছি।
রাজনৈতিক এবং সামাজিক কাজের সাথে জড়িত থাকার কারণে সকল শ্রেনীর মানুষের সাথে রয়েছে সুসম্পর্ক। সকলের ভালবাসায় সিক্ত হয়ে যদি মানিকগঞ্জ সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক এর দায়িত্ব অর্জন করতে পারি তাহলে সকল নেতা কর্মিদের আদেশ উপদেশ মেনে চলব এবং সদর উপজেলা যুবলীগকে সুসংগঠিত ও শক্তিশালী করতে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করব।
এছাড়াও, বেতিলা মিতরা ইউনিয়ন বাসীর বিভিন্ন লোক মারফতে জানা যায়, পারভেজ বিশ্বাস তাদের নয়ন মণি এবং রাজনৈতিক কান্ডারি। সকল বিপদ আপদে সব সময় পাশে থাকেন। অনেকে তাকে বিপদের বন্ধু বলেও আক্ষায়িত করেন।মানিকগঞ্জ সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক হিসেবে তারা পারভেজ বিশ্বাস কে দেখতে চায় বলে দাবী জানান।
জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজা জানান, ‘বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম খান নিখিলের নির্দেশনায় মানিকগঞ্জ সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক কার্যক্রম গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক পদে প্রত্যাশীদের রাজনৈতিক জীবন বৃত্তান্ত জমাদান এর আহ্বান করা হয়েছে। সকল পদ প্রত্যাশীদের জীবন বৃত্তান্ত যাচাই বাছাই প্রক্রিয়া শেষে কেন্দ্র্রীয় কমিটির সাথে আলোচনা করে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে।’
এসময় জেলা যুবলীগের সাবেক সদস্য মিঠু রায়, জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ও দপ্তর সেলের দায়িত্বপ্রাপ্ত মনিরুল ইসলাম খান মনি, জেলা যুবলীগের সদস্য ফিরোজ আলম খান, সোমিত্র সরকার মনা, সামিউল আলীম রনি, যুবলীগ নেতা ওমর ফারুক, খন্দকার সুজন, আল রাফিসহ বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২ মে এক প্রেস বিজ্ঞপ্তিতে মানিকগঞ্জ সদর উপজেলা যুবলীগের আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত জমা দানের জন্য আহবান করে জেলা যুবলীগ । জেলা যুবলীগের আহবায়ক আব্দুর রাজ্জাক রাজা ও যুগ্ম আহবায়ক মাহাবুবুর রহমান জনি স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে আগ্রহী প্রার্থীদের ৩ মে থেকে ৮ মে এর মধ্যে জীবন বৃত্তান্ত জমা দেবার জন্য নির্দেশ প্রদান করা হয় হয়।
© Deshchitro 2024