নোয়াখালী চাটখিল থানার খিলপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই কামরুজ্জামানের নেতৃত্বে দীর্ঘ অভিযান চালিয়ে নোয়াখালীর চাটখিল ও চাঁদপুর জেলার শাহরাস্তি ও হাজীগঞ্জ থেকে শনিবার সন্ধ্যায় ৩ মোটর সাইকেল চোরকে গ্রেফতার করা হয়েছে। 



রোববার (০৭ মে ) চাটখিল থানায় গ্রেফতারকৃত আসামীরা হলেন - (১) মানিক হোসেন ( জুয়েল), পিতা- শফিকুল ইসলাম, সাং- ভাউরখাড়া,(২) মোঃ ফজলে রাব্বি, পিতা- অজি উল্যাহ, সাং- জাফর নগর, উভয় থানা- রামগঞ্জ, জেলা- লক্ষ্মীপুর,(৩) আল মামুন, পিতা- জসিম উদ্দিন, সাং- মানিকপুর, থানা- চাটখিল, জেলা- নোয়াখালী। গ্রেফতারকৃত আসামীদের কে ও উদ্ধারকৃত মোটরসাইকেল (H-POWER মডেলের রেজিস্ট্রেশন বিহীন) সহ এসআই কামরুজ্জামান চাটখিল থানায় সোপর্দ করে।


চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি) গিয়াস উদ্দিন জানান, গত ৪ মে দিবাগত রাত খিলপাড়া ইউনিয়নের মজ্জাতপাড়া মোল্লা বাড়ীর বাসিন্দা মোঃ আবদুল বাতেনের ব্যবহৃত মোটর সাইকেলটি চুরি হয়ে যায়। এই ব্যাপারে চাটখিল থানায় একটি অভিযোগ করলে, খিলপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই কামরুজ্জামানের উপর দায়িত্ব দেই। তদন্তকালে এসআই কামরুজ্জামান মোটরসাইকেল চুরির সাথে জড়িত আসামীদের গ্রেফতার ও চুরি হওয়া মোটর সাইকেলটি উদ্ধার করা হয়। এই ব্যাপারে চাটখিল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং ধৃত আসামীদের কে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে। 


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024