|
Date: 2023-05-08 00:45:04 |
রামগড়ে বিশ্ব কবি রবী ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান
বিশ্ব কবি রবীন্দ্র নাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে রামগড়ে অনু্ষ্ঠিত হল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। রবিবার (৭ মে) রংতুলি একাডেমি নামে স্থানীয় একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান এ অনুষ্ঠানের আয়োজন করে।
উপজেলা অডিটোরিয়ামে রবিবার সন্ধ্যায় অনু্ষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহি অফিসার মমতা আফরিন। বিশেষ অতিথি ছিলেন, রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: নাজিম উদ্দিন, সহকারি কমিশনার(ভূমি) মানস চন্দ্র দাস, উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার ফারুক, থানার ওসি মো: মিজানুর রহমান।
রং তুলি একাডেমির পক্ষ থেকে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ক্রেস্ট দিয়ে সম্মাননা দেয়া হয়। রং তুলি একাডেমির সভাপতি সাংবাদিক রতন বৈষ্ণবের সঞ্চালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় এক ঝাঁক ক্ষুদে শিল্পীর অংশগ্রহণে সংগীত ও নৃত্য পরিবেশিত হয়।
শেষে বিটিভির চট্টগ্রাম কেন্দ্রের নিয়মিত অনুষ্ঠান 'পাহাড়িয়া মন' এ অংশগ্রহণকারী রামগড়ের শিল্পীদের সম্মানী চেক বিতরন করা হয়।
© Deshchitro 2024