রংপুরের মিঠাপুকুর উপজেলায় ২০২২-২৩ অর্থবছরে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় দ্বিতীয় ধাপে প্রান্তিক পর্যায়ের কৃষকদের নিয়ে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এসময় ৬০ জন কৃষককে প্রশিক্ষণ প্রদান করা হয়।

সোমবার সকাল ১০টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলা কৃষি হল রুমে উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলামের সভাপতিত্বে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। কৃষক প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আফতাব হোসেন। উপসহকারী কৃষি কর্মকর্তা তুষার ও অনিক মাহমুদ কৃষকদের প্রশিক্ষণ প্রদান করেন। কন্দাল ফসল আলু,মিষ্টি আলু,মুখীকচু,পানিকচু সহ নানাবধি কন্দাল ফসলের উপকারিতা ও উৎপাদন কৌশল সম্পর্কে অবগত করা হয়। এছাড়া জৈব কৃষি ও জৈবিক বালাই ব্যবস্থাপনা,মাইক্রোবিয়াল বালাইনাশক সম্পর্কে ধারনা প্রদান করা হয়। প্রশিক্ষণে মিঠাপুুকুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকরা অংশগ্রহণ করেন।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024