জয়পুরহাটে রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপিত হয়েছে। ৮ মে সোমবার সকালে জাতীয় সংগীতের মাধ্যমে কার্যক্রম শুরু করেন। রেড ক্রস ও রেড ক্রিসেন্টের প্রতিষ্ঠাতা জীন হেনরী ডুনান্টের ১৯৫তম জন্মদিন উপলক্ষে এ দিবস উদযাপিত হয়।


৮ মে সোমবার সকালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট জয়পুরহাট ইউনিটের আয়োজনে রেড ক্রিসেন্ট কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে জয়পুরহাট শহর প্রদক্ষিণ করে।


এ সময় উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট কেন্দ্রীয় ব্যবস্থপনা পরিষদের সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, রেড ক্রিসেন্ট জয়পুরহাট ইউনিটের চেয়ারম্যান খাজা শামসুল আলম, ভাইস চেয়ারম্যান মোমিন আহম্মেদ চৌধুরী, সেক্রেটারি গোলাম হক্কানি, ইউনিট লেভেল অফিসার আতিকুর রহমান ও যুব প্রধান আরাফাত হোসেন উপস্থিত ছিলেন।আরো উপস্থিত ছিলেন বিভিন্ন উপজেলা ইউনিটের সদস্য ও দল নেতারা। 



প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024