ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন পরিচালনা কমিটির সাথে কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা টিমের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। 


এ সময় উপস্থিত ছিলেন হাতপাখা প্রতীকের মেয়র প্রার্থী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ এর সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর এর সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা ফজলে বারী মাসউদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কে এম আতিকুর রহমান, ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি এম রুহুল আমিন, সহকারী প্রশিক্ষণ সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি মাওলানা মুহাম্মাদ আরিফুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সহ সভাপতি আতিকুর রহমান মুজাহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শেখ মারুফ। 


এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় মিডিয়া উপকমিটির সদস্য মাওলানা কে এম শরীয়তুল্লাহ, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক এম এম শোয়াইব। এছাড়াও স্থানীয় জেলা ও মহানগর নেতৃবৃন্দ প্রমুখ। 


উক্ত সভায় আগামী ২৫ মে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর পীরসাহেব চরমোনাই মনোনীত হাতপাখা মেয়র প্রার্থীকে বিজয়ী করতে নানামুখী উদ্যোগ ও পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বিশেষ করে নির্বাচনে যেন কোন কালো শক্তি নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টি করে জনগণের অধিকার ছিনিয়ে নিতে না পারে সেজন্য হাতপাখার কর্মীরা সর্বাত্মকভাবে মাঠে থেকে হাতপাখার বিজয় নিশ্চিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন স্থানীয় নেতৃবৃন্দ। এসময় কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা টিমের নেতৃবৃন্দ হাতপাখাকে বিজয়ী করতে বহুমুখী দিক নির্দেশনা প্রদান করেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024