আগামী জুন মাসে বাংলাদেশে আসার কথা ছিল আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবল দলের। কিন্তু মাঠ প্রস্তুত না হওয়ায় সেই সফরটি বাতিল হয়ে গেছে।


তবে বাংলাদেশে না আসলেও জুন মাসে মেসিরা আসছেন এশিয়া সফরে। আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, এশিয়া সফরে আর্জেন্টিনার একটি ম্যাচের প্রতিপক্ষ নিশ্চিত হলেও অন্যটি এখনো হয়নি।


আগামী ১৫ জুন এশিয়ার মাটিতে আর্জেন্টিনা খেলবে একটি ম্যাচ। তবে সেই ম্যাচের প্রতিপক্ষ কে হবে নিশ্চিত হওয়া যায়নি। ফুটবল সাংবাদিক গাস্তন এদুলের বরাতে টিওয়াইসি জানিয়েছে, ১৫ জুনের ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে চীন বা অস্ট্রেলিয়া। এর চারদিন পর অর্থাৎ ১৯ জুন আর্জেন্টিনা খেলবে ইন্দোনেশিয়ার বিপক্ষে।


১৫ জুনের ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ চীন হওয়ার সম্ভাবনাই বেশি। কোনো কারণে চীনা ফুটবল ফেডারেশনের সঙ্গে আলোচনা সফল না হলে আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে অস্ট্রেলিয়া। দুটি ম্যাচই হচ্ছে ফিফা উইন্ডোতে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2023