শেরপুরের ঝিনাইগাতীতে কারিতাসের মর্যাদাপুর্ন ও স্থায়ীত্বশীল আর্থ-সামাজিক ক্ষমতায়ন (সীডস) কর্মসূচির আওতায় এসআরজি ও ওয়ার্ড কমিটির সদস্যদের নিয়ে খাস জমি ব্যবস্থাপনা, বনভূমি ও আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ৮ মে সোমবার সকালে নলকুড়া ও গৌরীপুর ইউনিয়ন ভূমি অফিসে এই প্রশিক্ষণে প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন, নলকুড়া ও গৌরীপুর ইউনিয়নের উপ-সহকারী ভূমি কর্মকর্তা মো: রুকুনুজ্জামান ও কারিতাস সিডস ঝিনাইগাতী সমন্বয়কারী মিস প্রীতি রিছিল। প্রশিক্ষণে খাস জমি বন্দোবস্ত সম্পর্কে ধারনা, খাস জমির আবেদন প্রক্রিয়া, আবেদনপত্র পুরন,দাখিল, ফলোআপ,খাস জমি পাওয়ার ধাপ সমুহ আলোচনা করা হয়। প্রশিক্ষণে কারিতাস সীডস কর্মসূচির বিভিন্ন আত্মনির্ভরশীল দলের, ওয়ার্ড কমিটির ২০ জন সদস্য উপস্থিত ছিলেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024