|
Date: 2023-05-09 11:49:03 |
‘সর্বত্র সবার জন্য’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী কলেজে রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়েছে।
সোমবার (৮ মে ) রাজশাহী কলেজ শাখা ইউনিটের আয়োজনে রেড ক্রস ও রেড ক্রিসেন্টের প্রতিষ্ঠাতা মহামতি জীন হেনরী ডুনান্টের ১৯৫ তম জন্মদিন উপলক্ষে এ দিবস পালিত হয়।
দিবসটি উপলক্ষে এদিন বেলা ১১টায় কলা ভবনের সামনে থেকে র্যালি বের হয়ে কলেজের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনে এসে শেষ হয় । পরে মহসিন ভবনের গ্যালারী রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন রাজশাহী কলেজ অধ্যক্ষ প্রফেসর মোহা: আব্দুল খালেক , উপাধ্যক্ষ প্রফেসর মোহা: ওলিউর রহমান, শিক্ষক পরিষদ সম্পাদক প্রফেসর আব্দুলাহ আল মামুন, রেড ক্রিসেন্ট রাজশাহী কলেজ শাখার উপদষ্টা সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আব্দুস সালাম , ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মানিক হোসেন ও ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক আল আমিন হক ।
© Deshchitro 2024