গাজীপুরের শ্রীপুরে  একটি টিনশেড মার্কেটে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পাখির দোকানসহ ৮টি দোকান পুড়ে গেছে।আধা ঘন্টা চেষ্টায় ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণ আনে।এতে প্রায় ৫০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়।তবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায় নি। 


বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর ) বেলা ১০ টার দিকে উপজেলার  নয়নপুর  এলাকায় ডিবিএল সিরামিক লি. বিপরীত পাশে হাজী ইমাম আলী মার্কেটে এ আগুন লাগে।


আগুনে জামান ও সোহেলএন্টারপ্রাইজের ৩ টি,নাসির অটোপাস ও পাখির ২টি আশানুর সেনেটারি ও টাইসের ,ডিজিটাল ট্রান্সপোর্ট,,ইমান আলী ফানিচারের গোডাউনসহ দোকান পুড়ে গেছে। আগুনের সূত্রপাত মোটরসাইকেল গ্যারেজের দোকান থেকে হয়েছে বলে জানা গেছে।


প্রতক্ষ্যদর্শীরা জানায়, হঠাৎ ওই মার্কেটে দোকানের উপর দিয়ে ধুয়া দেয়া যায়,পরে তালা ভাঙ্গে দোকানে ভিতরে আগুন  দেখতে পান স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসকে ফোন দিলে তারা দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনে।


শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার রায়হান চৌধুরী বলেন,নয়নপুর এলাকায় একটি পাখির দোকানসহ আটটি দোকানে আগুন লাগে। আমাদের দুইটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।৫০ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়।


তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024