|
Date: 2023-05-09 16:37:41 |
ওয়ানডে সুপার লিগের সিরিজে মাঠে নেমেছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। মঙ্গলবার (৯ মে) সিরিজের প্রথম ম্যাচে টস জিতে টাইগারদের ব্যাটিংয়ে পাঠিয়েছে আইরিশরা।
যদিও বিশ্বকাপ সরাসরি খেলার সুযোগ আগেই নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ। তবে এই সিরিজ আয়ারল্যান্ডের কাছে অপেক্ষা করছে সুবর্ণ সুযোগ।
বিশ্বকাপে সরাসরি খেলতে হলে ধবলধোলাই করতে হবে বাংলাদেশকে। সেই লক্ষ্য নিয়ে ইংল্যান্ডের চেমসফোর্ডে সিরিজের প্রথম ওয়ানডেতে আইরিশদের মুখোমুখি টাইগার বাহিনী।
প্রথম ওয়ানডেতে বাংলাদেশ একাদশে জায়গা হয়নি আইপিএল ছেড়ে দলের সঙ্গে যোগ দেওয়া মুস্তাফিজুর রহমানের। এছাড়া বাদ পড়েছেন ইয়াসির আলি রাব্বিও। অনেক দিন পর সুযোগ পেয়েছেন তাইজুল ইসলাম।
◾ বাংলাদেশ একাদশ:
তামিম ইকবাল, লিটন দাস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ ও এবাদত হোসেন।
© Deshchitro 2024