মঙ্গলবার সকাল ১০ টায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসকাব সম্মেলন কে উপজেলা জনসংগঠন সমন্বয় কমিটি, সিডিও ইয়থ টিম ও সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিমের আয়োজনে সকল প্রাণীর জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করি শীর্ষক এক সংবাদসম্মেলনের আয়োজন করা হয়।
উপজেলা জনসংগঠন সমন্বয় কমিটির সভাপতি শেখ সিরাজুল ইসলামের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসকাব সভাপতি জি এম আকবর কবির। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্যামনগর সদর ইউপি সদস্য দেলোয়ারা বেগম, বারসিক শ্যামনগরের কর্মকর্তা রামকৃষ্ণ জোয়ারদ্দার, সিডিওর পরিচালক গাজী আল ইমরান, সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিমের সভাপতি মারুফ হোসেন মিলন, শ্যামনগর উপজেলা প্রেসকাব, উপকূলীয় প্রেসকাব, রিপোর্টাস কাব, সুন্দরবন প্রেসকাবের সাংবাদিকবৃন্দ, বিভিন্ন এলাকার কৃষক ও যুবকবৃন্দ, বারসিক শ্যামনগর রিসোর্স সেন্টারের কর্মকর্তাগণ প্রমুখ।
সংবাদ সম্মেলনে সকল প্রাণীর জন্য নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে 'নিরাপদ খাদ্য আইন ২০১৩' এর কার্যকরী প্রয়োগ করা, উপজেলা ও জেলাসহ সব বাজারগুলোতে খাদ্যে ভেজাল রোধে প্রশাসনিক ও আইনী তৎপরতা জোরদার করা এবং সাধারণ জনগোষ্ঠীকে এবিষয়ে সচেতন করতে জোর প্রচারণার সুপারিশ করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত গণমাধ্যম কর্মীরা সকলের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রীর নিকট সাধারণের পাঠানো চিঠির উদ্যোগকে সমর্থন জানান।