মৌলভীবাজারের শ্রীমঙ্গলে টানা কয়েকদিন ধরে তীব্র গরমে জনজীবন দুর্বিষহ হয়ে ওঠেছে। গতকালের মতো দাবদাহ আজও বয়ে যাচ্ছে শ্রীমঙ্গলের উপর দিয়ে। গরমের তীব্রতায় ছোট, বড় সবার হাঁসফাঁস অবস্থা। ঘরের বাইরে সবখানে থাকা কঠিন হয়ে পড়েছে।  প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না অনেকে। বৃষ্টি না হওয়ায় নষ্ট হচ্ছে ফসল। কৃষক, দিনমজুর ও রিকশাচালকদের কষ্ট অনেক বেশি। গরমে সেদ্ধ জীবনে বৃষ্টির জন্য মানুষ আকাশপানে তাকিয়ে থাকলেও দেখা নেই স্বস্তির বৃষ্টির। প্রচণ্ড গরমে ঠাণ্ডা পানির জন্য শহরের বিভিন্ন স্থানে পৌরসভার পানি নিতে বিশাল লাইনে মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। 

তীব্র দাপদাহে বিপর্যস্ত জনজীবন থেকে মুক্তির জন্য ইতোমধ্যে শ্রীমঙ্গলে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজও আদায় করেছেন শ্রীমঙ্গল উপজেলার সিরাজনগর এলাকার মুসল্লিরা। গতকাল সিরাজনগর মাদ্রাসা ও সিরাজনগর এলাকাবাসীর উদ্যোগে হাইল হাওরের পাশে এ নামাজের আয়োজন করা হয়। নামাজ শেষে বৃষ্টির জন্য মহান রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ জানিয়ে মুসল্লিদের নিয়ে বিশেষ মোনাজাত করা হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024