|
Date: 2023-05-09 20:22:35 |
০থেকে ৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন শত ভাগ নিশ্চিত করার লক্ষ্যে নরসিংদী শহরে মত বিনিময় সভার আয়োজন করা হয়। মঙ্গলবার (৯ মে) নরসিংদী পৌরসভার আয়োজনে উক্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জন্ম ও মৃত্যু নিবন্ধন ৪৫ দিনের মধ্যে নিশ্চিত করার লক্ষে শহরের ঈমাম,মুয়াজ্জিন ক্লিনিক মালিক ও শ্বশানের সেবায়েত সাথে মত বিনিময় করেন নরসিংদী পৌরসভার মেয়র জনাব আমজাদ হোসেন বাচ্চু।
নরসিংদী পৌরসভা মিলনায়তন কক্ষে আয়োজিত এই মত বিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন পৌর সচিব, বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর সহ স্থানীয় নেতৃবৃন্দ। উক্ত মত বিনিময় সভায় বক্তাগন জন্ম ও মৃত্যু নিবন্ধনের গুরুত্ব সম্পর্কে বক্তব্য রাখেন।
জনাব আমজাদ হোসেন বাচ্চু তার বক্তব্যে বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন অনেক গুরুত্বপূর্ণ একটি রাষ্ট্রীয় বিষয়। তাই আপনাদের প্রত্যেকের দায়িত্ব যার যার জায়গায় জন্ম মৃত্যু নিবন্ধন শতভাগ নিশ্চিত করার লক্ষে আমাদের সহযোগীতা করা।
© Deshchitro 2024