|
Date: 2023-05-09 20:22:38 |
◾দেওয়ান রহমান: নানা আয়োজন ও ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে লক্ষ্মীপুর জেলা স্টুডেন্টস এসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন, ২০২৩।
গত মঙ্গলবার ৯ মে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার অডিটোরিয়ামে এই ভোট কার্যক্রম অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন লক্ষ্মীপুর জেলা স্টুডেন্টস্ এসোসিয়েশন এর উপদেষ্টা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মনির উদ্দিন ও ড. এনায়েত উল্ল্যা পাটওয়ারী এবং সদ্য সাবেক সভাপতি মোঃ জাহেদ হোসাইন ও সদ্য সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আলম নাঈম।
এই ৯ম কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইংরেজি বিভাগের ২০১৭-২০১৮ সেশনের শিক্ষার্থী মোঃ সাহেদ , সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন গণিত বিভাগের ২০১৮-২০১৯ সেশনের শিক্ষার্থী ইরতেজা ইকবাল, সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৯-২০২০ সেশনের শিক্ষার্থী মোঃ ইউনুস আলী।
নব নির্বাচিত সভাপতি মোঃ সাহেদের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, “ স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা যেমন কঠিন, দায়িত্বে আসার চেয়ে দায়িত্ব যথাযথভাবে পালন করাও তেমন কঠিন। সংগঠনের কল্যাণে আমি আমার সবটুকু দিয়ে সংগঠনকে একটি রোল মডেলে রূপদান করব ; এ আমার অঙ্গীকার। ”
নবনির্বাচিত সাধারণ সম্পাদক ইরতেজা ইকবাল বলেন, “ নির্বাচনের আগে আমি যেসকল প্রতিশ্রুতি দিয়েছিলাম সেগুলো পূরণ করাই আমার প্রধান লক্ষ্য। নিজের দায়িত্ববোধের জায়গা থেকে আমি শতভাগ করবো আমাদের এসোসিয়েশনকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে। শিক্ষার্থীবান্ধব এসোসিয়েশন হিসেবে লক্ষ্মীপুর জেলা স্টুডেন্টস এসোসিয়েশনকে গড়ে তুলবো ইনশাআল্লাহ। ”
নব নির্বাচিত সাংগঠনিক সম্পাদক মোঃ ইউনুস আলী বলেন, “ যারা আমাকে নির্বাচিত করেছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এসোসিয়েশনকে আমরা ক্যাম্পাসে রোল মডেল হিসেবে প্রতিষ্ঠা করবো, ইনশাআল্লাহ! লক্ষ্মীপুর জেলার সকল স্টুডেন্টকে ঐক্যবদ্ধ রেখে উন্নয়নমূলক কাজগুলো সুষ্ঠুভাবে পরিচালনা করবো। সবার দোয়া কামনা করি। ”
© Deshchitro 2024