◾  কাছের মানুষ ◾

  সাবরিনা অনি 



তুমি আমার প্রিয় ফুল, 

তাই তোমাকে আমি কখনো ছিড়ে ফেলি না,

তোমার যখন অভিমান হয়,

তখন তুমি নিজেই ঝরে পড়ো।



গাছ যেমন ফুলকে তাদের প্রাণকেন্দ্রে রেখে,

তাদের সৌন্দর্য বাড়ায়।

আমি তোমাকে রেখেছি আমার প্রাণকেন্দ্রে,

যে আমার সৌন্দর্য নয়,

আমার মনের পরিচর্যা করে। 



তুমি চলে যাওয়ায় পর,

আমি কিন্তু ঝরে পড়ি না,

শুধু মন কষ্ট পেয়ে, পাতার মতো ঝরে। 

আমি শুধু তোমার জন্য অপেক্ষায় থাকি,

তোমার আসার খবর পেয়ে, 

আমার মন নতুন পাতা হয়ে গজায়।



কেউ যখন তোমার থেকে দূরে নিয়ে যাওয়ার জন্য, 

আমাকে কেটে ফেলে।

আমি কিন্তু আশা ছাড়ি না,

কেটে ফেলা অংশ থেকেই, 

নতুন করে নিজেকে জন্ম দেই।



কিন্তু তুমি যখন আমাকে গোড়া থেকে তুলে ফেল,

আমি আমার সমস্ত শক্তি হারিয়ে ফেলি তখন,

পরিসমাপ্তি ঘটে আমার জীবনের, 

শত কষ্টেও তোমাকে বিদায় জানিয়ে বলি,

তুমি আমার দূরে থাকা, 

ভীষণ কাছের কেউ।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024