|
Date: 2023-05-09 21:30:13 |
সিলেটের গোয়াইনঘাট উপজেলার গোয়াইন নদীতে প্রায় দেড় মণ ওজনের বিশালাকৃতির একটি বাঘ মাছ ধরা পড়েছে। মাছটি স্থানীয়রা এক লক্ষ টাকায় কিনেছেন বলে জানা গেছে।
জেলেদের হাতে বাঘ মাছ ধরার খবর ছড়িয়ে পড়লে গোয়াইনঘাট বাজার সহ স্থানীয় জনসাধারণের উপচে পড়া ভীড় জমে ওঠে। বিশালাকৃতির মাছটি দেখে স্থানীয়রা বলেন, এত বড় বাঘ মাছ এর আগে গোয়াইন নদীতে দেখেন নি তারা।
মঙ্গলবার (৯ মে) বিকেলে উপজেলার গোয়াইন নদীর ব্রিজ সংলগ্ন নৌকা ঘাট এলাকা থেকে জেলে ইমানের জালে ওই মাছটি ধরা পড়ে। জেলে ইমান আলী বলেন, এর আগে এত ওজনের মাছ এ নদীতে ধরা পড়েনি।জালে আটকা পড়ার পর এটিকে তুলতে অনেক কষ্ট হয়েছে। তিনি মাছটির দাম ১ লক্ষ ৩০ হাজার টাকা দাম চাইলেও বাজার কমিটি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের আলোচনাক্রমে এক লক্ষ টাকায় বিক্রি করেন।
© Deshchitro 2024