কৃষকের ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দেওয়া কর্মসূচির আলোকে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে ধান কাটা কার্যক্রমের উদ্বোধন করলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও হাটহাজারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম রাশেদুল আলম।


হাটহাজারী উপজেলার অন্যতম কৃষি সমৃদ্ধ এলাকা গুমানমর্দন ইউনিয়নের কয়েক কৃষকের বোরো (ইরি) ধান কেটে মাড়াই করে বাড়ি পৌঁছে দিয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের নেতৃবৃন্দ।


মাঠে নেমে নিজেই ধান কেটে সংশ্লিষ্টদের উৎসাহিত করেছেন- এস এম রাশেদুল আলম। তিনি বলেন- 'মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশে এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের সম্মানিত চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সংগ্রামী সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল এর আহবানে আমরা এই কর্মসূচি পালন করছি, যা সারাদেশের ন্যায় চট্টগ্রাম উত্তর জেলার প্রতিটি উপজেলায় এমনকি ইউনিয়নওয়ারী চলমান থাকবে, আমাদের কৃষক ভাইয়েরা লাভবান হবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024