মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লোকালয়ে চলে আসা একটি অজগর সাপকে উদ্ধার করে জাতীয় উদ্যান কমলগঞ্জের লাউয়াছড়া বনে অবমুক্ত করা হয়েছে। শ্রীমঙ্গল বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন সুত্রে জানা যায়, আজ সকালে শহরস্থ  মৌলভীবাজার রোডের ভান্ডারী নামের এক বাসার লোকজন একটি অজগর সাপ দেখতে পান। সাপ দেখে আতঙ্কিত হয়ে ওই বাসার লোকজন বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন শ্রীমঙ্গল-কে ফোন করে বিষয়টি জানান। খবর পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের লোকজন ওই বাসায় গিয়ে অজগর সাপটিকে উদ্ধার করেন।

এ তথ্যটি নিশ্চিত করেছেন বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন শ্রীমঙ্গল এর পরিচালক স্বপন দেব সজল। তিনি জানান-খাদ্য-পরিবেশ ও নানা  কারণে বন্য প্রাণীরা লোকালয়ে চলে আসে। আমরা খবর পেয়ে বসতবাড়ি থেকে ৭ ফুট লম্বা এবং ৬ কেজি ওজনবিশিষ্ট সাপটি উদ্ধার করে বন বিভাগের সহায়তায় অজগর সাপটিকে লাউয়াছড়া বনে অবমুক্ত করে দিয়েছি।অবমুক্তের সময় উপস্থিত ছিলেন রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম এবং ওয়াইল্ড লাইফ স্কাউট তাজুল ইসলাম প্রমূখ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024