হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে একটি পুকুর ভরাটের দায়ে মোঃ শরিফ আজমকে লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম আজ মঙ্গলবার ৯ মে দুপুরের দিকে এ অভিযান পরিচালনা করেন।

রেকর্ডপত্র পর্যালোচনা করে দেখা যায়, বিএস ও আরএস উভয় রেকর্ড মতে স্থানটির শ্রেনী পুকুর এবং সরেজমিন পরিদর্শনেও বাস্তবে পুকুর পাওয়া যায়। 

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, পুকুরটি ভরাটের লক্ষ্যে আনুমানিক ৩ মাস আগে পরিকল্পিতভাবে সেচ যন্ত্র দিয়ে শুকিয়ে ফেলা হয়। গত ৩/৪ দিন ধরে চলে ভরাট কার্যক্রম। বিভিন্ন সূত্রে অভিযোগ পেয়ে আজ এ অভিযান পরিচালনা করা হয় এবং অভিযুক্তকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুযায়ী ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই সাথে, আগামী ১ মাসের মধ্যে পুকুরটি খনন করে পূর্বের অবস্থায় নিয়ে আসার নির্দেশনা দেয়া হয়। এ বিষয়টি শিকারপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল খালেককে বিষয়টি মনিটরিংএর দায়িত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024