পলিটেকনিক শিক্ষকদের ৩৪ মাস বেতন বন্ধের প্রতিবাদে সিলেট পলিটেকনিকে শিক্ষার্থীদের বিক্ষোভ।

প্রকল্প শেষ হয়ে গেলেও শিক্ষক সংকট থাকায় সংশ্লিষ্ট জনবল দিয়ে পাঠদান কার্যক্রম চালানোর নির্দেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়। কিন্তু সংশ্লিষ্ট শিক্ষকরা পাঠদান দিয়ে এলেও ৩৪ মাস ধরে তাঁরা বেতন পাচ্ছেন না শিক্ষকেরা। 

সারাদেশে ৪৯ টি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট সমূহের ১০ বছরের অভিজ্ঞ ৭৭৭ জন শিক্ষকদের ৩৪ মাস বেতন বন্ধের প্রতিবাদে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থী'দের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ১০ মে, সকাল ১০ টায় সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে মিছিলটি শহীদ মিনারের সামনে সমাপ্ত হয়।

এতে বক্তব্য রাখেন, বাংলাদেশ কারিগরি ছাত্র পরিষদ, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক মোঃ সোহাগ। এতে আরো বক্তব্য রাখেন সুমেল আহমেদ এবং ইফতেখার জাহিদ। এতে প্রায় সহস্রাধিক ছাত্র ছাত্রী অংশ গ্রহণ করেন।

বিক্ষোভ মিছিলে ছাত্র ছাত্রীরা দাবি জানিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদিত সারসংক্ষেপের আলোকে “স্কিল এ্যান্ড ট্টেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্ট (স্টেপ)”।শীর্ষক সমাপ্ত প্রকল্প থেকে রাজস্ব খাতে প্রক্রিয়াধীন ৭৭৭জন শিক্ষকের চাকুরি রাজস্ব খাতে দ্রুত স্থানান্তর ও ৩৪ মাসের বকেয়া ভাতাদির দাবি জানান তারা।

নয়তো পরবর্তীতে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারী দিয়েছেন তারা।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024