|
Date: 2023-05-10 13:43:57 |
নোয়াখালী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে বেগমগঞ্জ ইস্কন মন্দির ভাংচুর ও হত্যাকান্ড সংক্রান্তে মামলার প্রধান আসামী এবং নাশকতাসহ একাধিক মামলার পলাতক আসামী মোঃ আবুল কাশেম (৫৭) কে গ্রেফতার করে।
সোমবার ( ০৯ মে ) নোয়াখালীর বেগমগঞ্জ থানাধীন চৌমুহনীতে ইস্কন মন্দিরে হামলা, ভাঙচুর ও হত্যাকান্ড মামলার প্রধান আসামী আবুল কাশেম (৫৭)কে মাইজদী টাউন হল মোড় থেকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। তার বিরুদ্ধে ২০২১ সালের দুর্গা পূজায় মন্দিরে হামলা, ভাঙচুর, নাশকতা ও হত্যাকান্ডের ঘটনায় বেগমগঞ্জ থানায় একাধিক মামলাসহ বিভিন্ন থানায় মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আবুল কাশেম বেগমগঞ্জ উপজেলার গনিপুরের মৃত আলী আজমের ছেলে এবং নোয়াখালী জেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক। তিনি গ্রেফতার এড়াতে দীর্ঘদিন যাবত বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল।
নোয়াখালী জেলা পুলিশ সুপার (এসপি) মোঃ শহীদুল ইসলাম পিপিএম (বার) জানান, ধৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্হা গ্রহণ প্রক্রিয়াধীন।
© Deshchitro 2024